পটুয়াখালীতে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

 পটুয়াখালীতে  শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

আব্দুল আলীম খান,  পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালী সদর উপজেলাধীন মরিচবুনিয়া, আউলিয়াপুর, মাদারবুনিয়া ও কালিকাপুরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে নাভানা কোম্পানীর নাম ব্যবহার করে প্রতারক চক্র গরীব অসহায় সহজ-সরল মানুষদের অধিক লাভ দিবে বলে ভুল বুঝিয়ে শতশত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রতারণায় ক্ষতিগ্রস্থ লোকজন ও এলাকাবাসী।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় ঘন্টাব্যাপী মনববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ১০নং মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রুবেল মৃধা, মরিচবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ জলিল মোল্লা, ভুক্তভোগি দিনমজুর আবুল হোসেন, ভুক্তভোগি অটোচালক মোকলেচ ও এলকার রাসেল মৃধা প্রমুখ। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন অসংখ্য ভুক্তভোগি ও এলাকার লোকজন।
মানববন্ধনে বক্তারা, নাভানা কোম্পানীর মূল হোতা নাসির উদ্দিন সবুজ মৃধা সহ প্রতারক চক্রের শাহজাহান গাজী, নোমান, আমিনুল গাজী, নাজমুল আকন, বাদল গাজী, রফিক আকন, রহিম মোল্লা, রহমান মোল্লা ও কাওসার গাজীর দৃষ্টান্ত শাস্তি বাদী করে সকল ভুক্তভোগিদের টাকা ফেরত পেতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে। তারা জেলা প্রশাসক সহ পুলিশ প্রশাসনের কাছে প্রতারক চক্রের সকলকে গ্রেফতারের দাবী জানান।

জানা যায়, প্রায় এক বছর যাবৎ নাভানার নাম দিয়ে এলাকায় তারা এ ব্যবসা করে আসছে। মানুষের কাছ থেকে ৪০ হাজার টাকার গরু এক মাস পরে আশি হাজার টাকা দিবে নিয়ে যেত। লোকজন লাভের আশায় তাদের গরু-মহিষ নাভানা কোম্পানীকে দিয়ে দিত। এভাবে এক লক্ষ টাকা দিলে পরের মাসে ৩৫-৪০হাজার টাকা দিবে বলে অনেকে সর্বশ^ দিয়ে নাভানায় টাকা লাগিয়েছে। নাভানা বেশ কিছু দিন একজনের টাকা আরেক জনকে দিয়ে তাদের ব্যবসা চালিয়ে যেতে লাগে। অবশেষে গত কয়েক দিন পূর্বে নাভানা সকলের কষ্টার্জিত টাকা নিয়ে উধাও হয়ে গেলে এলাকায় কান্নার হিড়িক পড়ে যায়। এবিষয়ে ভুক্তভোগিরা জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছে বলে জানান।